পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করতে চেয়ে নবান্নকে চিঠি দিল টাটা কোম্পানি
টাটা কোম্পানি রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কের দূরত্ব ঘুচিয়ে বাংলার উন্নয়নের শরিক হতে চায়
এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি পরিকাঠামো নির্মাণ প্রকল্পে সরাসরি অংশগ্রহণ করতে চাই জনপ্রিয় টাটা কোম্পানি। এমনটাই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে টাটা প্রজেক্টস। এই টাটা প্রজেক্ট টাটা গোষ্ঠীর অন্যতম সংস্থা যারা বড় পরিকাঠামো তৈরির কাজ করে। আজ কোম্পানির পূর্বাঞ্চলীয় কর্ণধার শান্তনু বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে এই চিঠি দিয়েছেন। তারা চিঠিতে পশ্চিমবঙ্গের উন্নয়নে নিজেরা অংশগ্রহণ করতে চায় বলে ইচ্ছা প্রকাশ করেছে।
সিঙ্গুর পর্বের পর থেকে টাটাদের সাথে শাসকদলের সম্পর্ক একদম সাপে-নেউলের মত। এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে টাটাদের এই চিঠি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে টাটা রাজ্য সরকারের সাথে সমস্ত দূরত্ব ঘুচিয়ে বাংলায় নতুন করে বিনিয়োগের আশা দেখছে। আসলে অনেক বাইরের কোম্পানি এসে টাটাদের প্রাপ্য কাজের বরাত নিয়ে নিচ্ছে। তাই কোম্পানি পাকাপাকিভাবে বাংলার উন্নয়নের শরিক হতে চায়। অন্যদিকে, টাটা গোষ্ঠীর এই চিঠি নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী মাস্টারস্ট্রোক হতে পারে।