Swasthya Sathi Card : প্রতিদিন গড়ে চার হাজার রোগী স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন
গত এক বছরে এই খাতে ব্যয় হয়েছে ১৮০০ কোটি টাকা
স্বাস্থ্যসাথী (Swasthya Sathi Scheme, Swasthya Sathi Card) কার্ড নিয়ে শুরু থেকেই ঝক্কি পোহাতে হচ্ছে সরকার (swasthya sathi card check online) ও সাধারণ মানুষ উভয়েকেই। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee, CM) মস্তিষ্ক প্রসূত (Swasthya Sathi App) এই প্রকল্পকে ঘিরে একদিকে যেমন সুনাম, অন্যদিকে অভিযোগের শেষও নেই। প্রথম দিকে বহু হাসপাতাল-নার্সিংহোম (swasthya sathi hospital list in kolkata 2021) এই কার্ডের পরিবর্তে রোগী ভর্তিতে আপত্তি করলেও, বর্তমানে স্বাস্থ্য দফতরের তৎপরতায় এই অভিযোগ কমেছে। কাজেই ভালো-মন্দ দুই নিয়েই স্বচ্ছন্দে (swasthya sathi status) চলছে স্বাস্থ্যসাথী প্রকল্প।
সূত্রের খবর গত এক বছরে এই খাতে ব্যয় হয়েছে ১৮০০ কোটি টাকা। যা কিনা গত অর্থবর্ষের তুলনায় ৩০০ কোটি টাকা বেশি। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে প্রায় ১৪ লক্ষ মানুষ এই স্বাস্থ্য সাথী কার্ডের জেরে উপকৃত হয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতিদিন গড়ে প্রায় চার হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এখনও পর্যন্ত প্রায় ২ কোটি বাসিন্দা এই প্রকল্পের উপভোক্তা।
তবে এখনও পর্যন্ত যারা এই স্বাস্থ্যসাথীর আওতাধীন হতে পারেননি, তাদের জন্যও রয়েছে সুখবর। শীঘ্রই চালু হতে চলেছে 'দুয়ারে সরকার'। নবান্নের তরফ থেকে জারি করা নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে পাড়ায় পাড়ায় ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই কর্মসূচিতেই স্বাস্থ্যসাথী কার্ড সংশোধন (swasthya sathi card status check online) বা নয়া কার্ড তৈরী, লক্ষ্মীর ভাণ্ডার, আধার কার্ড সংশোধন, রেশন কার্ড (ration card status check online) সংশোধন ও নতুন কার্ড তৈরী সমস্ত কিছু করা যাবে।