কাঁথিতে ছেঁড়া হল শুভেন্দুর ব্যানার, অভিযোগের তির তৃণমূলের দিকে
ঘটনার প্রতিবাদে বাইজাপুর এর কাছে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করলেন কাঁথির বিজেপি সমর্থকরা
কাঁথির অধিকারী গড়ে এবারে বিজেপির ফ্লেক্স এবং ব্যানার ছেড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তার পাল্টা প্রতিবাদে করা হলো বিক্ষোভ। এ ঘটনার প্রতিবাদে বাইজাপুর এর কাছে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করলেন কাঁথির বিজেপি সমর্থকরা। যদিও প্রশাসনের আশ্বাসে পরবর্তীতে এই পথ অবরোধ তুলে নেওয়া হয়। বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে, গতকাল শুভেন্দু অধিকারীর সভার পরে তার ফ্লেক্স এবং ব্যানার ছিঁড়ে ফেলেছে তৃণমূল কর্মীরা। যদিও তৃণমূল কংগ্রেস এই ঘটনাটি সম্পূর্ণরূপে অস্বীকার করেছে।
বেশ অনেকদিন ধরে তৃণমূল এবং বিজেপি তরজা চলে আসছে পশ্চিমবঙ্গে। আর এই তরজার অন্যতম আঁতুড়ঘর বর্তমানে অধিকারীদের এলাকা পূর্ব মেদিনীপুর। কাঁথি, নন্দীগ্রাম এবং তমলুক সমস্ত জায়গাতে বিজেপি এবং তৃণমূলের খন্ডযুদ্ধের ঘটনা হয়ে উঠেছে নিত্যনৈমিত্তিক। তারমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন তিনি প্রার্থী হতে চলেছেন নন্দীগ্রাম আসন থেকে। এই ঘটনার পরে আরও উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এবারে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর ব্যানার ছিঁড়ে ফেলার। ফলে এই ঘটনায় বর্তমানে বেশ তেতে রয়েছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি।