মেদিনীপুরের সভায় অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী
অমিত শাহ্ ক্ষুদিরাম বসুর পরিবারে সদস্যদের সঙ্গে দেখা করেন, ঘুরে দেখেন বিবেকানন্দের জন্মস্থানও
গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। আজ, পশ্চিম মেদিনীপুরের জনসভার মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপি তে যোগ দিলেন তিনি। এই মেদিনীপুরকেই কার্যত শুভেন্দু অধিকারীর দুর্গ বলে মনে করা হত। সেই মেদিনীপুরের কলেজের মাঠেই এই নতুন আদর্শের পথ ধরে হাঁটার সূচনা করলেন শুভেন্দু অধিকারী।
শনিবার সকালে অমিত শাহ্ ভারতীয় বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বোসকে শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। অমিত শাহ্ বলেন, ক্ষুদিরাম বসু একই সাথে বাংলার এবং ভারতের গর্ব। অমিত শাহ্ উত্তর কলকাতার স্বামী বিবেকানন্দের জন্মস্থানেও যান। সেখানে গিয়ে তিনি বলেন, "স্বামী বিবেকানন্দের আদর্শগুলি বর্তমান সময়ের বিশ্বে খুবই প্রাসঙ্গিক। তিনি আধুনিকতা ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত ছিলেন। আমি প্রার্থনা করি তিনি যে আমাদের পথ দেখিয়েছেন সেই পথে যেন আমরা চলতে সক্ষম হই"।
রবিবার বোলপুরে একটি রোড শো তে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বিশ্বভারতীতেও যাওয়ার পরিকল্পনা আছে বলে সূত্রের খবর।