স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম হয়ে গেল 'প্রীতিলতা জোয়াদ্দার'? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর
একের পর এক টুইটে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী, ট্যাগ করেছেন সম্মেলনে উপস্থিত শিল্পপতিদের
ভরা সভায় ভারতের স্বাধীনতা সংগ্রামী, বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের (Pritilata Waddedar) নাম বদলে হয়ে গেল 'প্রীতিলতা জোয়াদ্দার'? তা-ও আবার খোদ মুখ্যমন্ত্রীর গলায়? এবার প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ঠিক কী ঘটেছিল এদিন? বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে গুজরাটের শিল্পপতি গৌতম আদানির (Goutam Adani) উঠে এসেছে বাংলার ঐতিহ্যের কথা, সংস্কৃতির কথা। তিনি রবীন্দ্রনাথ, কাজী নজরুল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা তুলে ধরেন। আর সেই কথার রেশ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বাংলার শিল্পী, সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামীদের নাম তুলে ধরেন। আর সেখানেই বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম বলতে গিয়ে পদবি গুলিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী। প্রীতিলতা ওয়াদ্দেদার বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলে ফেলেন প্রীতিলতা জোয়াদ্দার। বিরোধী দলনেতা সেই ভুল ধরিয়ে এক টুইট ভিডিও শেয়ার করেছেন। তা আবার সেই সম্মেলনে উপস্থিত শিল্পপতিদের ট্যাগও করেছেন।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেই টুইটে লিখেছেন, "ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী স্বাধীনতা সংগ্রামী; এবং প্রথম শহীদ নারী বিপ্লবী হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। বাংলায় (অধুনা বাংলাদেশে) জন্মগ্রহণকারী, প্রতিরোধের অগ্নিকন্যার নাম আমরা কি ভুলতে পারি? তথাকথিত "বাংলার মেয়ে" এই ধরনের ভুল কবে শোধরাবেন?"
এখানেই শেষ নয়, আর একটি টুইটে বিরোধী দলনেতা বলেছেন, "এটা তাঁর জন্য স্বাভাবিক। তিনি ইচ্ছামত ঐতিহাসিক ঘটনা বিকৃত করেন। সম্প্রতি তিনি তাঁর বক্তৃতায় বিশদভাবে বর্ণনা করেছেন, কীভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (যিনি ১৯৪১ সালে মারা গিয়েছেন) ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীকে তাঁর অনশন ভাঙাতে রাজি করিয়ে ছিলেন। তাই এখন জেনে নিন, যে অন্তত কার কাছে ইতিহাসের পাঠ নিতে যাবেন না।"
শুভেন্দু অধিকারীর এই টুইটের পর রীতিমতো প্রশ্ন তুলেছেন একাংশ। একজন মুখ্যমন্ত্রীর এহেন ভুল নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। গোটা বিষয়টি নিয়ে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।