সেপ্টেম্বরে সশরীরে আদালতে হাজিরা দেবেন শুভেন্দু অধিকারী, খারিজ হল আবেদন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/08/2022   শেষ আপডেট: 31/08/2022 2:27 p.m.
-

শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিলেন হাইকোর্ট

২২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। খারিজ হয়ে গেল শুভেন্দু অধিকারীর আর্জি। আজ, বুধবার এমন নির্দেশই দিলেন বিচারপতি। প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের প্রচারের সময় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী।

এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা এনেছিলেন কুণাল ঘোষ। সেই মামলাতে পিটিশনে শুভেন্দু জানিয়েছিলেন, 'তাঁর বাড়ি কাঁথিতে। তাই আদালতে সশরীরে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে যেন ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হয় তাঁকে।' এই আবেদনই কার্যত খারিজ হয়ে গেল। জানিয়ে দেওয়া হল, ২২ সেপ্টেম্বর তাঁকে আদালতে উপস্থিত হতে হবে।

সূত্রের খবর, এই মামলা লড়তে আইনজীবীদের একটি বড় টিম এনেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাতেই মিলল না ছাড়। শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিলেন হাইকোর্ট।