থানায় ঢুকে আঙ্গুল উঁচিয়ে আইসিকে ধমক অখিল পুত্র সুপ্রকাশ গিরির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/01/2021   শেষ আপডেট: 20/01/2021 10:50 a.m.
সুপ্রকাশ গিরি ~Facebook

"দালালি বন্ধ করুন আইসি সাহেব", হুমকি জেলা তৃণমূল সভাপতির, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

অতিসম্প্রতি জেলা তৃণমূল যুব সভাপতির পদ পেয়েছেন রামনগর বিধায়ক অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। এরই মধ্যে কাঁথি থানায় ঢুকে সরাসরি আইসিকে উচ্চস্বরে ধমকানোর ভিডিও প্রকাশ্যে এল, আর এতেই আবার রাজ্যের শাসকদলের আচরণ নিয়ে প্রশ্ন উঠলো রাজনৈতিক মহলে। থানার মধ্যে আচমকা ঢুকে পড়ে সুপ্রকাশ কাঁথির আইসি কৃষ্ণেন্দু দত্তকে 'দালালি'র অভিযোগ তুলে আঙ্গুল উঁচিয়ে 'সুষ্ঠুভাবে' কাজ করার হুমকি দেন। স্বভাবতই তৃণমূল যুব নেতার এই আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন কৃষ্ণেন্দুবাবুও।

ওই ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সুপ্রকাশ বিক্ষুব্ধ ভঙ্গিতে বলছেন, "চারিদিকে আমাদের ফ্ল্যাগ-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। এটা আমাদের ভাল লাগছে না। আপনাকে কিছু বললেই ‘হুঁ হুঁ’ করেন।" এরপর আরও সুর চড়িয়ে সরাসরি আঙুল উঁচিয়ে আইসিকে বলেন, "দালালি বন্ধ করুন আইসি সাহেব। সুষ্ঠুভাবে কাজ করুন।" এই সব কথোপকথন প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে শাসকদল। শুভেন্দুর গেরুয়া শিবিরে যোগদানের পরই ওই অঞ্চলের দায়িত্ব সামলান বরাবরের শুভেন্দু বিরোধী অখিল গিরি। ইতিমধ্যেই শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সেই দায়িত্বও আরোপ করা হয় রামনগর বিধায়ক অখিল গিরির ওপর। নভেম্বরে নন্দীগ্রাম থেকে বদলি হয়ে কাঁথিতে আসা আইসির বিরুদ্ধে অখিল-পুত্রের এহেন আচরণে আরও একবার বিরোধীদের মুখ খোলার সুযোগ দিল ঘাসফুল।