‘পাড়ায় শিক্ষালয়’ নয়, নাটকের ব্যবস্থা করা হচ্ছে! বেনজির আক্রমণ সুকান্ত মজুমদারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/01/2022   শেষ আপডেট: 24/01/2022 8:12 p.m.
facebook.com/BratyaB/

প্রকৃত শিক্ষা দিতে হলে শিক্ষাঙ্গনেই দেওয়া সম্ভব : বিজেপি রাজ্য সভাপতি

রাজ্যে (West Bengal Government) দীর্ঘ দু'বছর ধরে বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান (Institutions)। মাঝে দু'বার বিদ্যালয়ের দ্বার খুললেও, মাস না পেরোতেই তা বন্ধ হয়ে যায় কোভিডের বাড়বাড়ন্তের জেরে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সরব অধিকাংশ অভিভাবক। এমনকি হাইকোর্টেও জমা পড়েছে আবেদন। এরপরেই শিক্ষা দফতরের তরফে মুখ্যসচিবের কাছেও যায় চিঠি।

এ পরিস্থিতিতে আজ সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে এই প্রকল্প (WB Government launch Paray Shikshalaya project)। জানা যাচ্ছে, শিক্ষকরা ছাড়াও পার্শ্ব শিক্ষকরা এই প্রকল্পের আওতায় পড়ুয়াদের ক্লাস নেবেন।

তবে সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প কার্যকর হলেও, বেসরকারি বিদ্যালয় কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কী হবে? উঠেছে প্রশ্ন।

এবার এ বিষয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে তিনি বলেন, বহুদিন ধরে স্কুল-কলেজ বন্ধ রয়েছে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। ব্রাত্য বসু পাড়ায় পাড়ায় নাটকের ব্যবস্থা করছেন। প্রকৃত শিক্ষা দিতে হলে শিক্ষাঙ্গনেই দেওয়া সম্ভব। পড়াশোনা শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানেই হয়। তাই সরকারের উচিত বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা উচিত।

অন্যদিকে বাঁকুড়ার বিজেপি (BJP) সাংসদ সুভাষ সরকারের বক্তব্য, 'মহারাষ্ট্রের (Maharashtra) মতো রাজ্যেও অবিলম্বে খোলা হোক স্কুল'। এছাড়াও অবিলম্বে স্কুল-কলেজ খোলার দাবিতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে ৩ বিজেপি (BJP) বিধায়কের তরফেও চলে বিক্ষোভ।