স্কুল ড্রেস নিয়ে সমস্যায় পড়তে হবে না ছাত্রছাত্রীদের, উপায় দেখালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/12/2021   শেষ আপডেট: 29/12/2021 8:18 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

ভূমি দফতরকে নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee, CM) মুখে ফের উঠে এল স্বনির্ভরের কথা। এদিন ওমিক্রনের (Omicron) প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন (Kolkata News), 'ওমিক্রন ছড়াচ্ছে দ্রুত। আক্রান্তের সংখ্যাও বাড়বে। কিন্তু অতটা ক্ষতিকর নয়।' এর পাশাপাশি স্কুল বন্ধের এবং লোকাল ট্রেনের সংখ্যা কমানোর আভাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরেই ছাত্রছাত্রীদের স্কুলের পোশাক নিয়ে নতুন ঘোষণা করলেন তিনি।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ এদিন বুধবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে তিনি বলেন, 'স্কুলের ড্রেস আগে বাইরে থেকে তৈরি করে এখানে আসত। তাতে খরচ বাড়ত। সঠিক সময়ে পাওয়াও যেত না। এবার থেকে আর এই সমস্যায় পড়তে হবে না ছাত্রছাত্রীদের। কারণ এবার থেকে রাজ্যেই তৈরি হবে স্কুলের ড্রেস। আমি এই বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীকে যুক্ত করব। যাঁরা তৈরি করবে স্কুলের ড্রেস।'

উল্লেখ্য, চলতি বছরেই সবুজ সাথীর সাইকেল নিয়েও এমন মন্তব্য দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে। সাইকেল লুধিয়ানা থেকে রাজ্যে আসত, তাতে খরচও বাড়ত। আর সাইকেলের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই রাজ্যেই সাইকেল তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, আজ বুধবার দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে ডিএম, বিডিও, পুরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি–সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের ভূমি দফতরকে নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী। প্রকাশ্যে তিনি তোপ দেগে বলেন, ‘‌ভূমি দফতর ঘুঘুর বাসা। এটা ভাঙতে হবে।’‌