ট্যাব কেনার ১০ হাজারের পরিবর্তে পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকলো ২০ হাজার, শোরগোল কেশপুরে
স্কুল কর্তৃপক্ষের ভুলের জন্য ২৪ জন পড়ুয়ার কাছে অতিরিক্ত টাকা আসে
করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে সেই গত বছরের মার্চ মাস থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। কিন্তু যেহেতু দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শিয়রে চলে এসেছে তাই রাজ্য সরকার প্রথমে রাজ্যের প্রায় ৯ লাখো ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ট্যাব দেওয়ার ঘোষণা করে। পরে অবশ্য মমতা সরকার ঘোষণা করে যে তারা রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠিয়ে দেবে যার মাধ্যমে তারা স্মার্ট ফোন কিনে নিতে পারবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে গিয়েছে। তবে এরই মাঝে আশ্চর্যজনক ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুরের একটি স্কুলে। সেই স্কুলের প্রত্যেক দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে ভুলবশত ২০ হাজার টাকা করে চলে আসে।
পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ধলহারা পাগলিমাতা উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল বিভাগের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে ২৪ জনের অ্যাকাউন্টে হঠাৎ করে দুবার ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা চলে যায়। কিন্তু এখন প্রশ্ন উঠছে এরকম কি করে হতে পারে? জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষ কুলের ইমেইল আইডিতে ভুল বানান টাইপ করে এই বিপত্তি ঘটেছে। তারা বানান ভুল নিয়ে ইমেইল তালিকা জমা করে দেয়। পরে ওই তালিকা অনুযায়ী একবার টাকা আসে এবং অন্যটি নতুন সংশোধিত তালিকা অনুযায়ী চলে আসে। এর ফলে ২৪ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ২০ হাজার টাকা করে চলে আসে। তবে একটা স্কুলের পক্ষ থেকে এমন ভুল কি করে হলো তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, যে সমস্ত পড়ুয়ার কাছে অতিরিক্ত টাকা চলে গিয়েছিল তাদের থেকে টাকা ফিরিয়ে নেওয়া হবে। তবে পড়ুয়ারা সেই টাকা ফেরত দেবে নাকি তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।