রাজ্যের কৃষি বিলও কৃষক বিরোধী— বিল প্রত্যাহারের দাবি বাম-কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/01/2021   শেষ আপডেট: 26/01/2021 5:53 a.m.
-

বিধানসভা অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে সরব সুজন-মান্নান—রা

কেন্দ্রের কৃষি বিল নিয়ে প্রতিবাদ তীব্র হচ্ছে প্রতিদিন। এরই মাঝে রাজ্যের কৃষি বিলের বিরোধিতা শুরু করলো বাম কংগ্রেস নেতারা। ২৭ তারিখ থেকে দুদিনের জন্য হবে বিধানসভা অধিবেশন। তার আগে সোমবার সর্বদলীয় বৈঠক হয় বিধানসভায়। সেখানেই রাজ্যের কৃষিবিল প্রত্যাহারের পাশাপাশি ১৪ দিনের বিধানসভা অধিবেশন করার দাবিতে সরব হন বাম-কংগ্রেস নেতারা।

কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, “লোক দেখানো অধিবেশন চলছে। রাজ্যের কৃষি বিল প্রত্যাহার করার দাবি করা হলেও শোনা হচ্ছে না, এরা আসলে বিজেপি কে চটাতে চায় না।” একই কথায় সুর মিলিয়ে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন “এই ভুলে ভরা কৃষি বিল প্রত্যাহার করার দাবি জানিয়েছি আমরা। আসলে রাজ্য সরকার বিজেপি নেতৃত্বের সাথে কোনো বিরোধে যেতে চায় না বলেই চুপ করে আছে তারা।

অন্যদিকে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, “১৫ তারিখ সবটা পাঠানো হয়েছে বাম কংগ্রেস নেতাদের কাছে। এখন ওদের প্রতিবাদটা শুধুই প্রতিবাদের জন্য প্রতিবাদ।”