কেন্দ্রীয় সরকারের কো-উইন-এর আদলে আসছে রাজ্যের ভ্যাকসিনেশন পোর্টাল বেনভ্যাক্স

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/06/2021   শেষ আপডেট: 06/06/2021 12:37 p.m.
-

টিকাকরন কেন্দ্রে ভিড় এড়ানোর জন্য বিশেষ ব্যবস্থাও থাকবে এই পোর্টালে

টিকাদান ও টিকাগ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও সর্বস্তরীয় করে তুলতে এবং বিশৃঙ্খলা এড়াতে এবার কেন্দ্রীয় সরকারের কোভিড ভ্যাকসিনেশন পোর্টাল 'কো-উইন'-এর পাশাপাশি রাজ্যের জন্য নিজস্ব পোর্টাল‌ আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। শংসাপত্র নিয়ে জটিলতা এড়ানোর পর এবার স্লট বুকিং ও টিকাকরণের বিষয়ে খুঁটিনাটি তথ্যাদি সঠিক সময় গ্রহকের কাছে পৌঁছে দিতে 'বেনভ্যাক্স' নামে এক সফটওয়্যার প্রস্তুতকারী সংস্থার সাহায্য নিয়েছে রাজ্য সরকার। বুকিংয়ের সাথে সাথেই প্রতিষেধক নেবার তারিখ, সময়, ক্রমিক নং জানিয়ে দেওয়া হবে, জানানো হবে দ্বিতীয় ডোজের তারিখও। কেন্দ্রের কো-উইনের মতোই এক্ষেত্রেও টিকা নেবার পর মিলবে শংসাপত্র যা দেবে রাজ্য সরকার।

আর কি কি বিশেষত্ব থাকছে বেনভ্যাক্সের পোর্টালে? সূত্রের খবর, কলকাতা পুরসভার নিয়মেই এখানেও হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স ফরম্যাটে চ্যাটেই হতে পারে স্লট বুকিং। টিকাকেন্দ্রে ভিড় এড়াতেই নেওয়া হয়েছে এই পন্থা। বুকিংয়ের পর গ্রাহক টিকাকেন্দ্রে পৌঁছালে তার রেজিস্ট্রেশন হবে কো-উইন পোর্টালে। এইভাবে টিকাকরণ প্রক্রিয়া চালানো আসলে কেন্দ্রীয় সরকারের সাথে প্রতিযোগীতা বা কোনোরূপ সংঘাতের জন্য নয়, কেবল গ্রাহকদের সুবিধার্থে, দাবি প্রশাসনের।