করোনা মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার, তৈরি হচ্ছে ৯৩ অক্সিজেন প্ল্যান্ট ও ২০ হাজার কোভিড বেড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/04/2021   শেষ আপডেট: 26/04/2021 8:49 p.m.

বাংলায় ইতিমধ্যেই ৫ অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ শুরু হয়ে গেছে

করোনা ভাইরাসের দ্বিতীয় আক্রমণে ধরাশায়ী গোটা ভারত। দেশে প্রায় প্রত্যেকটি রাজ্যে বেডের আকাল দেখা গিয়েছে। অনেক হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে রোগীদের। তবে বাংলায় এখনো অব্দি অক্সিজেনের অভাব তেমন একটা দেখা যায়নি। জানা গেছে এই মুহূর্তে বাংলায় প্রতিদিন ৪৯৭ মেট্রিক টন অক্সিজেন উৎপাদিত হয় এবং ৩৮০ টন বাইরে থেকে রপ্তানি করা হয়। কিন্তু খরচ হয় মাত্র ২২৩ মেট্রিকটন। এর ফলে অনেকটাই উদ্বৃত্ত থেকে যায়। এরইমাঝে রাজ্যে আরও ৯৩ টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের কাছে। ইতিমধ্যেই ৫ টি প্ল্যান্ট তৈরির কাজ শুরু হয়ে গেছে এবং খুব শিগ্রই আরো ৩ টি প্ল্যান্ট তৈরির কাজ শুরু হবে। এছাড়া ১১২ টি হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার পাঠানো হবে।

এছাড়াও জানা গিয়েছে বাংলায় করোনা পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য ২০ হাজার কোভিড বেড বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম হাসপাতালগুলিতে শয্যা বাড়ানো হবে। এছাড়াও শুধুমাত্র বেসরকারি উদ্যোগে ৭ হাজার শয্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি বেশ কয়েকটি সেফ চালু করবে সরকার। এছাড়াও গীতাঞ্জলি স্টেডিয়াম, কিশোর ভারতী স্টেডিয়াম, মেট্রোপলিটন ক্লাব ইত্যাদিগুলিকে সেফ হাউসে পরিণত করা হবে।