বাড়িওয়ালা-ভাড়াটিয়ার বিবাদ করার দিন শেষ, বাড়িভাড়া দেওয়া নেওয়া এবার অনলাইন পোর্টালে
নতুন পোর্টালটির পোশাকি নাম দেওয়া হয়েছে ‘সলিউশন’
বাড়িওয়ালা ভাড়াটের ঝগড়া-বিবাদ সেই বসন্তবিলাপ থেকে চলে আসছে। এই সমস্যার জেরে ভাড়া জমা দিতে হয় রেন্ট কন্ট্রোলের অফিসে। এবার এই প্রেক্ষাপটে আধুনিকীকরণ করল রাজ্য সরকার। এবার থেকে ভাড়া দেওয়া যাবে অনলাইনেই। একটি পোর্টাল মারফত গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে। সূত্রের খবর, এই পোর্টালটির পোশাকি নাম দেওয়া হয়েছে ‘সলিউশন’। এখানে ক্লিক করে সহজেই ভাড়াটেরা ভাড়া দিতে পারবেন। আর বাড়িওয়ালারাও ভাড়া তুলে নিতে পারবেন অনলাইনেই।
বিষয়টি ঠিক কেমন হবে? রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক আধিকারিকের কথায়, "বাড়িওয়ালা ও ভাড়াটিয়া মধ্যে বিবাদের জেরে উভয় পক্ষের মধ্যে হয়রানির শেষ থাকে না। বছরের পর বছর চলতে থাকা বিবাদের কারণে রেন্ট কন্ট্রোলের দ্বারস্থ হতে হয় তাঁদের। নতুন এই পোর্টালটি চালু করে ভাড়াটে ও মালিকপক্ষের কাজে সুবিধা করে দিতে চাইছে রাজ্য সরকার।" উল্লেখ্য, রেন্ট কন্ট্রোলের বিষয়টি রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আওতাধীন। তারাই মূলত উদ্যোগী হয়ে নতুন এই পোর্টালটি তৈরি করছেন।
ওই আধিকারিক আরও দাবি করে বলেন, "এ বার থেকে অনলাইনেই ভাড়া জমা দেওয়া এবং সেই ভাড়ার টাকা তোলার জন্য আবেদন করার ব্যবস্থা থাকছে। যা খুব সহজেই বাড়ি বসে করা যাবে।" অর্থাৎ দুয়ারে সরকার এবার দুয়ারে ভাড়া প্রকল্পই নিয়ে এলো। জানা গিয়েছে, উপযুক্ত নথি ও প্রমাণ দেখিয়ে আবেদন করতে হবে পোর্টালে। আগামী কয়েকমাসের মধ্যেই কার্যকর হবে এই পোর্টালটি। ভূমি দফতরের অধিকর্তাদের সুপ্ত ইচ্ছা, পোর্টালটির উদ্বোধন হোক রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।