ভোটের আগে ঢেলে সাজানো হচ্ছে বারাসাত স্টেডিয়ামকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/01/2021   শেষ আপডেট: 19/01/2021 3:13 a.m.
বারাসাত স্টেডিয়াম -

ইতিমধ্যেই অনেক টাকা বিনিয়োগ করেছে রাজ্য সরকার

রাজ্য সরকারের উদ্যোগে এবারে বদলে যেতে চলেছে বারাসাতের স্টেডিয়ামের সম্পূর্ণ আদব-কায়দা। ভোটের আগে এই স্টেডিয়ামকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। এবং এর জন্য ইতিমধ্যেই ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়ে গিয়েছে। সিমেন্টের চেয়ারের বদলে এবারে বাকেট চেয়ার বসানোর পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য। এছাড়াও থাকছে চলেছে ভিআইপি গ্যালারি, প্রেসবক্স, কম্পিউটার বক্স সহ আরো অনেক কিছু নতুন নতুন পরিকাঠামো। এছাড়াও লিফট এবং আলোর জন্য কাজ করছে রাজ্য সরকার। ভোটের আগে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এই জায়গাটির কাজ শেষ করবে রাজ্য বলে জানানো হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারাসাত স্টেডিয়াম এ আই লিগ সহ রাজ্য এবং জেলার বহু টুর্নামেন্ট খেলা হয়ে থাকে। কিন্তু এই স্টেডিয়ামের পরিকাঠামো একেবারেই খারাপ ছিল। প্রায় তিন বছর ধরে পরিকাঠামোর ঠিক করার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তুমি করুনার জন্য আর্থিক বরাদ্দ বেশ কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে কাজ বন্ধ হয়ে পড়েছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা ঠিক হবার পরে এইবারে এই স্টেডিয়ামে আরও উন্নত মানের ফেসিলিটি দেওয়া হবে।