নতুন পুজো কমিটি গুলোকেও অনুদান দেওয়ার ভাবনা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/10/2020   শেষ আপডেট: 15/10/2020 5:09 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial

১০ বছরের পুরোনো নয়, কিন্তু গরীব পুজো কমিটি পাবে অনুদান

করোনা আবহে প্রায় ৩৭ হাজার পুজো কমিটিকে ৫০০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলো রাজ্য সরকার। তা নিয়ে এখনও তপ্ত রাজ্য রাজ্য রাজনীতির পরিবেশ। এই আর্থিক অনটনের সময় জনগণের টাকা ক্লাব, কমিটি গুলিকে দেওয়া নিয়ে একটা মামলাও চলছে হাইকোর্টে। তারই মধ্যে অনুদান দেওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলো রাজ্য সরকার।

এতদিন পর্যন্ত ১০ বছরের থেকে বেশি পুরোনো ক্লাব বা কমিটি অনুদান পেতে পারতো। কিন্তু ১০ বছরের কম পুরোনো আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা আয়োজকরাও কিছু আর্থিক অনুদান পাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসাথে মহিলাদের আয়োজন করা পুজোয় কিভাবে আরও অনুদান দেওয়া যায় সেই বিষয়েও ভাবছেন তিনি। করোনা কারণে অন্য রাজ্যে পুজো না হলেও এই রাজ্যে হচ্ছে পুজো। তাই ভাষা ধর্ম মতভেদ ভুলে সবাই মিলে পুজোয় মেতে ওঠার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।