আপনার শরীর ভালো তো? হাসপাতালের বেডে শুয়ে মমতাকে জিজ্ঞেস করলেন সৌরভ
দ্রুত সৌরভের আরোগ্য কামনা করে হাসপাতালের সকলকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী
অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে মহারাজ এখন বেশ ভালো আছেন। হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, ওর হাতে একটা ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরে এখন সৌরভ একদম ঠিক আছে। মমতা আরো বললেন, সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আন্তর্জাতিক মানের ক্রিকেটার হওয়া সত্ত্বেও সৌরভ কখনো টেস্ট করায়নি। কিন্তু বেসরকারি হাসপাতালের মেডিকেল টিম কে সাধুবাদ জানিয়ে, মমতা বললেন, "সৌরভ এখন একদম ঠিক আছে। সম্পূর্ণ মেডিকেল টিমের এত দ্রুততার সাথে সমস্ত কাজ শেষ করার জন্য তাদেরকে ধন্যবাদ।" এছাড়াও তিনি বললেন, "সৌরভ এখন বেশ ভালো আছে। হাসছে। হাসপাতালের বেডে শুয়ে উল্টে আমাকে জিজ্ঞেস করেছে, আপনার শরীর ভালো আছে তো?"
অন্যদিকে, সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করে এসেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। তিনিও সংবাদমাধ্যমকে জানিয়েছেন," সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থা একেবারে স্থিতিশীল। তিনি নিজের মেজাজে রয়েছেন।" এছাড়াও সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করেছেন বর্ষিয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ আরো অনেকে। প্রসঙ্গত, শনিবার সকালে নিজের বাড়িতে জিম করার সময়ে সৌরভ গাঙ্গুলি বুকে ব্যথা অনুভব করেন। তারপর নিজের উদ্যোগেই তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে আনার পরে জানা যায়, সৌরভের ডান দিকের করোনারি আর্টারিতে ব্লকেজ ছিল। তবে স্টেন্ট বসানোর পরে এখন সৌরভ একেবারে স্থিতিশীল।