গেরুয়াতে যাওয়া সোনালী গুহ ফিরতে চান দিদির আঁচলের তলে, দলে ফেরার আর্জিতে করলেন টুইট
তৃণমূলের টিকিট না পাওয়ায় সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক সোনালী গুহ বিজেপিতে যোগদান করেছিলেন
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে দলবদল ট্রেন্ডে পরিণত হয়েছিল। টিকিট না পেয়ে "অভিমানী" হয় দল ছেড়েছিলেন তৃণমূলের বহু পুরনো বিশ্বস্ত সৈনিক সোনালী গুহ (Sonali Guha)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে গলায় সুর তুলে দলত্যাগ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) পা স্পর্শ করে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন তিনি। ভেবেছিলেন নতুন দলে গিয়ে টিকিট পাবেন। কিন্তু বাস্তবে সে গুড়েও বালি। বিজেপিতে (BJP) যোগদান করলেও একুশে বিধানসভা নির্বাচনের জন্য গেরুয়া শিবির থেকে তিনি টিকিট পাননি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছেন। এই পরিস্থিতিতে মাত্র দুই মাস বাদেই সম্পূর্ণ সুর বদলে আজ অর্থাৎ শনিবার দলে ফেরার আর্জি জানিয়ে টুইট করেছেন সোনালী গুহ।
সোনালী গুহ আজ টুইট করে লিখেছেন, “সম্মানীয়া দিদি, আমার প্রণাম নেবেন। আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন। ধন্যবাদান্তে, আপনার স্নেহের সোনালি গুহ।” এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, "কেউ যদি ফিরে গিয়ে শান্তি পায় তাহলে আমাদের কিছু বলার নেই।"