সম্পত্তির লোভে নিজের শ্বশুরকে থেঁতলে মেরে খুন করল একমাত্র জামাই
বাড়ি দখল করে বসে ছিলেন মেয়ে-জামাই
লোভই হল কাল। সম্পত্তির লোভে নিজের শ্বশুরকে ইট-পাথর এবং রড দিয়ে থেঁতলে মেরে খুন করল একমাত্র জামাই। ঘটনা উত্তর ২৪ পরগনার। অভিযোগ, ব্যারাকপুরের বাসিন্দা এক পৌঢ়। বয়স ৬১, তাঁর এক ছেলে এবং এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়েছে। তবে দিন কয়েক ধরেই বাপের বাড়িতে এসে উঠে বসেছিল মেয়ে-জামাই। চলছিল সম্পত্তি নিয়ে বিবাদ। এমনকি ছেলেকেও বাড়ি ছাড়া করেন এই জামাই, অভিযোগ এমনটাই।
আরও পড়ুন
ওই বৃদ্ধের ছেলে দাবি করেন, "আজ সকালে মা-বাবা বাড়ি থেকে বার হয়ে কাজে যাচ্ছিল। সে সময় বাবাকে মারধর করে জামাইবাবু। সম্পত্তির জন্য বাবাকে মেরে ফেলেছে জামাইবাবু। আমাদের উপরেও অত্যাচার করে। আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল।" নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্তা জানিয়েছেন, এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। তাঁর মেয়ে-জামাইকে আটক করা হয়েছে।