বিজেপি ছেড়ে তৃণমূলে সোমেন পত্নী শিখা মিত্র
মালা রায়ের হাত থেকে তুলে নেন দলীয় পতাকা
বলীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্রের মৃত্যুর পর নিজ দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তাঁর স্ত্রী শিখা মিত্র। সে সময়ে তাঁর বিজেপি প্রার্থী পদে ভোটে দাঁড়ানোর তীব্র জল্পনা উঠেছিল। এমনকি তাঁকে প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে মনোনীতও করে রাজ্য বিজেপি। যদিও শিখা দেবী নির্বাচনে লড়েননি। এবার বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে যোগ দিলেন তিনি।
এদিন শিখা মিত্র পৌঁছান তৃণমূল ভবনে। সেখানে মালা রায়ের হাত থেকে তিনি তুলে নেন দলীয় পতাকা। তৃণমূল কংগ্রেসের হয়ে আনুষ্ঠানিকভাবে পরবর্তী ইনিংস শুরু করলেন তিনি।
প্রসঙ্গত, ভোটের আগে কংগ্রেস ছাড়ার জন্য তিনি দায়ী করেছিলেন রাজ্য কংগ্রেসের নেতৃত্ব , বিশেষ করে অধীর চৌধুরীকে। তিনি বলেছিলেন, দলে থেকে তিনি এবং তাঁর পুত্র রোহন যোগ্য সম্মান পাচ্ছেন না। দলে তাঁদের 'একঘরে' করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন সোমেন জায়া। তবে বিজেপিতে যোগদানের পরে সেই দলেও বিশেষ সক্রিয় ছিলেন না তিনি। তাহলে সেই জন্যই কি ফের দলবদল? যদিও সে বিষয় এখনও স্পষ্ট করেননি শিখা মিত্র।