"লোককে দেখানো হচ্ছে আপনাদের জন্য খুব ভাবি" দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের
বুধবার ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় ফের রাজ্য সরকারকে একহাত নিলেন দিলীপ ঘোষ
বুধবার ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় ফের স্বভাবোচিত ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। উদ্দেশ্যেই কটাক্ষ করলেন, "লোকের কাছে নিজেকে ভাল প্রমাণের চেষ্টা করছেন।" মঙ্গলবার থেকেই শুরু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। এবার থেকে ১০০ শতাংশ বাড়িতেই পৌঁছে যাবে রেশনের দ্রব্য সামগ্রী। সরকারের এই কর্মকান্ডের তীব্র নিন্দা করলেন দিলীপ ঘোষ।
এদিন প্রাতঃভ্রমণের সময় জানালেন, "লোককে দেখানো হচ্ছে আপনাদের জন্য খুব ভাবি। দুয়ারে কে রেশন পৌঁছে দেবে ঠিক নেই, অথচ বলা হচ্ছে দুয়ারে রেশন চালু হয়ে গেল।" গোটা ঘটনাটি আদালতে বিচারাধীন ছিল। নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে রেশন ডিলাররা আদালতের দ্বারস্থ হন। যদিও কোর্টের নির্দেশে সরকারের স্বস্তি মেলে, তারপরও গোটা জট কাটেনি। গোটা প্রক্রিয়া পরিচালনা করতে বিপুল লোকের প্রয়োজন। গোটা বিষয়টি কীভাবে সম্পন্ন হবে, তা নিয়েও তৈরি হয়েছে বিস্তর জলঘোলা।
রেশন ডিলারদের পাশে দাঁড়িয়ে এদিন তিনি বলেন, "এমন প্রকল্প ডিলারদের আদালতে যেতে হল। লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন এই প্রকল্পগুলোতে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।" এমনকী তিনি আরও অভিযোগ করেছেন, "ডিলারদের ধমকে চমকে জোর করে কাজ করানোর চেষ্টা করা হচ্ছে। এইভাবে ভয় দেখিয়ে বেশিদিন সরকারে থাকা যায় না।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন। গোটা রাজ্যেই ইতিমধ্যেই এই প্রকল্প চালু করার নির্দেশিকা জারি করা হয়েছে। এ নিয়ে কমপক্ষে ৪৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের মাইনে দেওয়া হবে ১০ হাজার টাকা। রাজ্য সরকার অর্ধেক এবং বাকি অর্ধেক রেশন ডিলারদের দিতে হবে বলেও জানিয়েছেন তিনি। তবে গোটা প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। বলেছেন, "দিল্লিতে এ প্রকল্প বন্ধ হয়ে গেছে। এদিন রাজ্যেও বাস্তবায়ন অসম্ভব।"