খুলছে স্কুল, পার্ক, সিনেমা হল; কড়াকড়ি সতর্কতায়
নিয়ম ভাঙলেই শাস্তি, হুঁশিয়ারি সরকারের
এবার আনলক ফাইভ- এ স্বাভাবিক জনজীবনের দিকে আরও এক ধাপ এগিয়ে বেশ কয়েকটি রাজ্যে খুলছে স্কুল, বিনোদন পার্ক ও সিনেমা হল। অবশ্য কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া নজর রাখা হবে আবশ্যিক পালনীয় নিয়মাবলিতে:
-
স্কুলে উপস্থিতির জন্য জোর করা যাবেনা ছাত্র-ছাত্রীদের। কেউ অনলাইন ক্লাস করতে চাইলে তাকে দিতে হবে সেই সুবিধে। অভিভাবকের অনুমতিপত্র নিয়ে আসতে হবে স্কুলে।
-
সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স গুলিতে অনলাইন পেমেন্ট এবং যথেষ্ট সংখ্যক টিকিট কাউন্টারের সুবিধা অবশ্যই রাখতে হবে। সর্বাধিক ৫০ শতাংশ আসন ভরেই শো শুরু করা যাবে। একটি শো শুরু হলেই আর একটি শো শুরু করা যাবেনা। হলের মধ্যে শুধুমাত্র প্যাকেজড খাদ্যই নিয়ে যাওয়া যাবে।
-
বিনোদন পার্কের বসার জায়গা এবং যেখানে সারাদিনে মানুষের হাত দেওয়ার সম্ভবনা বেশি, সেই জায়গাগুলি স্যানিটাইজ করতে হবে। ব্যবহৃত মাস্ক ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন রাখতে হবে।
দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে এখনও স্কুল খোলার অনুমতি না দিলেও পাঞ্জাব, উত্তরপ্রদেশে খুলছে স্কুল। করোনা পরিস্থিতিতে সব নিয়মাবলী মেনে দেশ কতটা পুরোনো ছন্দে ফিরতে পারে, এখন সেটাই দেখার।