ভারতে মানুষ করোনায় মরছে, কিছু মানুষের লজ্জায় মরে যাওয়া উচিত, প্রধানমন্ত্রীকে কটাক্ষ সায়নীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেন্ট্রাল ভিস্টা প্রকল্প নিয়ে কি বললেন সায়নী?
ভারতে করোনাভাইরাস পরিস্থিতি বর্তমানে বেশ খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে এবং এই পরিস্থিতিতে সকলেই চাইছেন যেন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু তার মধ্যে দিল্লির প্রাণকেন্দ্রে ২০ হাজার কোটি টাকা বাজেটের সেন্ট্রাল ভিস্টা প্রকল্প নিয়ে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী। এবার এই প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির নতুন বাসভবন নির্মাণ ছাড়াও নতুন সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে এই প্রকল্পে। ভারতে করোনা পরিস্থিতি দিন প্রতিদিন খারাপের দিকে চলছে। হাসপাতালের বেড, অক্সিজেন সবকিছুই বাড়ন্ত। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার সেন্ট্রাল ভিস্টা প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন সায়নী ঘোষ।
সায়নী টুইটারে লিখেছেন, "সিতম কি আগ মে জ্বলতে রহে আওয়াম মাগার, জাহাঁপনা হামেশা জাহাঁপনা রহে।" এই কটাক্ষের পরেই টুইটারে ওই প্রকল্প এবং অক্সিজেনের অভাবের ছবি পোস্ট করেছেন সায়নী ঘোষ। তার সঙ্গে ক্যাপশন লিখেছেন, "প্রচুর মানুষ যখন করোনায় মারা যাচ্ছেন, কিছু মানুষের লজ্জায় মরে যাওয়া উচিত!" তারপর প্রধানমন্ত্রীর নতুন বাস ভবন তৈরির একটি খবর তুলে এনে সায়নী লিখেছেন, "চুল্লু ভর পানি মে।"