শুভেন্দুর গেরুয়া শিবিরে যোগ দেওয়া কি সময়ের অপেক্ষা! কী বলছেন বিজেপি নেতৃত্ব?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/11/2020   শেষ আপডেট: 03/11/2020 6:14 a.m.
-facebook

মেদিনীপুর ও জঙ্গলমহলে শুভেন্দুর প্রভাব প্রতিপত্তির জন্যেই কি তাঁকে দলে টানছে বিজেপি?

পোড় খাওয়া রাজনীতিক শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছে। বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এ প্রসঙ্গে বলেছেন, শুভেন্দু অধিকারীর জন্য গেরুয়া শিবিরের দরজা খোলা আছে। উনি আসতে চাইলে, স্বাগত। অন্যদিকে দিলীপ ঘোষও জানিয়েছেন যে তৃণমূল থেকে কাউকে যদি পাঠিয়ে দেন ওনারা তাহলে আমরা আমাদের দরজা খুলে রেখেছি, আমরা সবাইকেই দলে নেব।

বেশ কয়েকদিন ধরে "আমরা দাদার অনুগামী" ব্যানারে কয়েকটি সভা করেছেন শুভেন্দু অধিকারী। এবং সভার একটিতেও তিনি মুখ্যমন্ত্রীর নাম নেননি। কিন্তু প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগদান করানো বিজেপি নেতৃত্ব এত উৎসাহী কেন! এর কারণ হিসাবে দুই মেদিনীপুর ও জঙ্গলমহল এলাকায় শুভেন্দু অধিকারীর প্রভাব, কতৃত্ব এবং দাপটই অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

এদিকে রাজ্যের মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম শুভেন্দু অধিকারীকে নিয়ে করা মন্তব্যে যোগ্য জবাব দিয়েছেন শুভেন্দু নিজেই। তিনি বলেছেন, "প্যারাসুটে নামিনি। লিফটে উঠিনি। সিঁড়ি ভেঙে উঠেছি। ছোটলোকদের কথা বললে আমি তার উত্তর দিইনা। কেউ কেউ অতীত ভুলে যায় ভেবে আশ্চর্য হয়ে যাই"। বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা বলেছেন, "অধিকারীরা তৃণমূলে চিরদিনই বঞ্চিত। শুভেন্দুর মত ভালো মানুষ বিজেপিতে যোগ দিলে দলের উন্নতি লাভ ঘটবে"।