প্রয়াত তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/02/2022   শেষ আপডেট: 20/02/2022 1:55 p.m.
সাধন পান্ডে ~ Twitter@SadhanPande

দীর্ঘদিন অসুস্থ ছিলেন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর

দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বছর দশেক আগে কিডনির প্রতিস্থাপনও হয়েছিল। ফুসফুসের সংক্রমণ নিয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। ৭১ বছরে চলে গেলেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের লড়াকু সৈনিক সাধন পাণ্ডে (Sadhan Pande)।

গতকাল নিজের বাবাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মেয়ে শ্রেয়া পাণ্ডে (Shreya Pande)। এক ফেসবুক পোস্টে দিয়েছিলেন বেদনাঘন পোস্ট। আর আজ সকালেই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে। মোট ৯ বারের বিধায়ক তিনি। প্রথমে কংগ্রেসের টিকিটে ভোটের ময়দানে লড়েছেন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হয়ে ওঠেন। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। মাত্র ৭১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন সাধন পাণ্ডে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধন পাণ্ডের মৃত্যুর খবর দিয়ে শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী শোকবার্তায় বলেছেন, "আমাদের বর্ষীয়ান সতীর্থ, দলের নেতা এবং মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে পরলোক গমন করেছেন। দীর্ঘদিনের মধুর সম্পর্ক। তাঁর চলে যাওয়া গভীর শোকের। তাঁর পরিবার, পরিজন, অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।" আজ সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি ক্রেতা সুরক্ষা পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের দায়িত্ব সামলেছেন। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া সবমহলে।