"মমতা ঝুঁকেগা নেহি", ভোট প্রচারে পুষ্পার ডায়ালগ বলে বাজিমাত সায়নীর
শুরু কর্মী- সমর্থকদের উচ্ছ্বাস
দেশ জুড়ে ভাইরাল পুষ্পার ডায়ালগ। ছাপ পড়েছে এ রাজ্যেও। তবে বিনোদনের দুনিয়া ছেড়ে এবার রাজনীতির ময়দানেও শোনা গেল পুষ্পার ডায়ালগ। পুরভোটের দিনই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখে শোনা গিয়েছিল পুষ্পার সুর। নিজাম প্যালেসে হাজিরার ব্যাপারে তিনি সাফ বলেছিলেন, "ঝুঁকেগা নেহি"। এবার একই সুরে গর্জন ছাড়লেন সায়নী ঘোষ।
এক গ্রামীণ উৎসবের মঞ্চ থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, "তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন। যখন কেউ জিজ্ঞাসা করবেন কোথায় ভোট দিলেন? তখন গলায় হাত রেখে বলবেন, মমতা ঝুঁকেগা নেহি।" এরপরেই শুরু কর্মীদের উচ্ছ্বাস। করতালির সঙ্গে অভিবাদন করলেন তারা সায়নীর ফিল্মি ডায়ালগকে।
প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়িতে গিয়েও তিনি সিনেমার ডায়ালগ বলে সভায় ছক্কা মেরেছিলেন। সে সময় সিপিএমের ভোট চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "যখন সিপিএম ভোট চাইতে আসবে তখন বলবেন কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না।"