বামেদের ব্রিগেডে এসে মমতার দুয়ারে যেতে চায় আরজেডি
লালুপুত্র তেজস্বী যাদবের ডাকে সাড়া দিয়েছে তৃণমূল
এ কেমন আবদার! আজ বামফ্রন্টের ব্রিগেডে হাজির হবার কথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের। কিন্তু হঠাতই চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে চেয়েছেন তেজস্বী। আর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই ডাকে সাড়াও দিয়েছে ঘাসফুল শিবির। বিহারের বিধানসভা নির্বাচনে বামেদের সাথেই জোটবদ্ধ হয়ে লড়েছেন তেজস্বী এবং বাংলার বিধানসভা নির্বাচনের আগেও সিপিএমের সাথে পরামর্শ হয়েছে, কিন্তু হঠাৎই এমন আবদার প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লালুর দলের সমঝোতার সম্পর্ক অনেকেরই জানা। বিহারে হারের পর মমতার তেজস্বীকে সান্ত্বনা দেওয়াই হোক বা তেজস্বীর গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের ব্রিগেডে অংশ নেওয়া, সুসম্পর্কের ইঙ্গিত স্পষ্ট। বামেরা তেজস্বীর আরজেডিকে আসন ছাড়তে পারে এমন জল্পনার মাঝেই মমতার সাথে সাক্ষাতে নতুন মোড় নিয়েছে জল্পনা। বাংলার হিন্দিভাষী প্রধান এলাকায় তেজস্বীকে আসন ছাড়তে পারে বাংলার শাসকদল, এমনটাই সূত্রের খবর।