৩০ জুলাই পর্যন্ত জারি বিধিনিষেধ, চলবে না লোকাল ট্রেন
সপ্তাহে ৫ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো
করোনা (Corona Virus) সংক্রমণ রুখতে রাজ্যে জারি থাকা কড়া বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল। ১৬ তারিখ থেকে নয়া নিয়নকানুন কার্যকর হচ্ছে রাজ্যে। এদিন বুধবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, ৩০ জুলাই অবধি বিধিনিষেধ বাড়ানো হয়েছে বলেই খবর। এর সঙ্গেই জারি একগুচ্ছ নয়া নির্দেশিকা।
-
৩০ জুলাই অবধি রাজ্য জারি থাকছে কড়া বিধিনিষেধ।
-
খুলছে না কোনও শিক্ষাপ্রতিষ্ঠান।
-
স্টাফ স্পেশ্যাল ছাড়া অন্যান্য লোকাল ট্রেন বন্ধ থাকছে ৩০ জুলাই অব্দি। তবে সপ্তাহে ৫ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। শনি ও রবিবার আমজনতার জন্য মেট্রো বন্ধ থাকছে।
-
আগে সব দোকান এবং বাজার (অত্যাবশ্যকীয় এবং অনাবশ্যকীয় দোকান) দোকান যেমন খোলা হত, তেমনভাবেই খোলা যাবে। অর্থাৎ নির্দিষ্ট সময় উঠে গেল।
-
রাত আটটার পর রেস্তোরাঁ খুলে রাখা যাবে না।
-
রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে।
-
এবার থেকে সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত ব্যাঙ্ক খোলা রাখা যাবে।
-
সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত, বিনোদনমূলক ও রাজনৈতিক সভা-জমায়েত নিষিদ্ধ।
-
বিবাহ অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি থাকতে পারবেন না। দাহকার্যে ২০ জনের বেশি থাকতে পারবেন না।
-
সিনেমাহল, স্পা ও সুইমিংপুল বন্ধ থাকছে। তবে রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক সাতারুদের প্রাত্যহিক অভ্যাসের জন্য সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে সুইমিংপুল।