পুজোর প্রসাদ খেয়ে গুরুতর অসুস্থ বাঁকুড়ার বাসিন্দারা, ভর্তি করা হয়েছে হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/08/2021   শেষ আপডেট: 22/08/2021 6:59 p.m.

শুক্রবার মনসা পুজোর আয়োজন করা হয়েছিল বাঁকুড়ার ১ নম্বর ব্লকে

পুজোর প্রসাদ খেয়ে গুরুতর অসুস্থ বাঁকুড়া (Bankura) ১ নম্বর ব্লকের বহু বাসিন্দা। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সকলেই ভর্তি হাসপাতালে। এমন অবস্থায় উদ্বিগ্ন গোটা এলাকা। এই ঘটনার খবর পেয়েই নড়েচড়ে বসেছে স্বাস্থ্যদপ্তর। সংবাদসংস্থা সূত্রের খবর, শুক্রবার মনসা পুজোর আয়োজন করা হয়েছিল বাঁকুড়ার ১ নম্বর ব্লকে। উপস্থিত ছিলেন এলাকাবাসীরা। পুজো শেষে প্রসাদ খেয়ে বাড়ি ফেরেন তাঁরা। এরপরেই এক এক করে অসুস্থ হয়ে পড়েন বাসিন্দারা। সকলেরই একই উপসর্গ। ঘন ঘন বমি, পেটে ব্যথা-সহ ডায়ারিয়ার সমস্ত উপসর্গ। সকলের একই উপসর্গ দেখে সন্দেহ মনে হয় অনেকেরই।

স্থানীয় সূত্রে খবর, এরপর শনিবার সন্ধ্যায় প্রথমে চারজন বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অন্যরাও গুরুতর অসুস্থ হতে থাকেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, বর্তমানে ওই এলাকার ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই, গ্রামে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও ও পূর্ত কর্মাধ্যক্ষ-সহ অন্যান্যরা। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থার আশ্বাস দেন। এছাড়াও ঘটনার খবর জানা মাত্রই এছাড়াও গ্রামে যান স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরাও। এলাকার জল থেকে কোনওরকম সমস্যা হচ্ছে নাকি প্রসাদের জেরেই এই অবস্থা, তা খতিয়ে দেখা হচ্ছে।