‘দুর্গা ও নারী ক্ষমতায়ন' ট্যাবলো নিয়ে দিল্লির পথে পশ্চিমবঙ্গ
ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি
২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। গতবছর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে ঠাঁই পায়নি বাংলার ট্যাবলো। যা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর, লেগেছিল রাজনীতির রঙ। তবে এই বছর যেন এহেন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে কড়া নজর সরকারের। ২৬ জানুয়ারি দিল্লির পথে দেখা যাবে বাংলার ট্যাবলো, ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি।
দেশের ৭৪তম সাধারণতন্ত্র দিবস পালনের জন্য এবছর বাংলার ট্যাবলোর থিম হতে চলেছে ‘দুর্গা ও নারী ক্ষমতায়ন।’ ইউনেস্কোর থেকে দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ' তকমা পাওয়ায় দুর্গাপুজোকে থিম করেই এবারের ট্যাবলো সাজাচ্ছে রাজ্য সরকার।
আরও পড়ুন
সূত্রের খবর, রাজ্যের ট্যাবলোয় দুর্গাপ্রতিমার সঙ্গে মহিলা ঢাকিরাও থাকবেন দিল্লির পথে। ঢাকের বাজনার সঙ্গে শোনা যাবে চণ্ডীপাঠও।