নির্বাচনে ভরাডুবি বিজেপির, কিন্তু তবুও এই হারকে হার মানতে নারাজ দিলীপ, দেখুন কি বলছেন তিনি
২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এবারের বিধানসভা নির্বাচনে খুবই খারাপ ফল করেছে ভারতীয় জনতা পার্টি
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), তিনি নিজেও বলেছিলেন বিজেপি এবারের নির্বাচনে ২০০ এর কাছাকাছি আসনে পৌঁছাবে। ২০০ তো দুরস্ত আসন সংখ্যা তিন অঙ্কে পৌছতেই নাজেহাল ভারতীয় জনতা পার্টি। কিন্তু দিলীপ বাবু এই হারকে আবার হার মানতে নারাজ। তিনি স্পষ্ট বলে দিলেন, ২০১৬ সালে আমরা বিধানসভা নির্বাচনে ৩ টি আসনে জয়লাভ করেছিলাম, সেই জায়গায় মাত্র পাঁচ বছরের মধ্যে আমরা অনেকটা উন্নতি করেছি। তবে এটা মানতে হবে, আমাদের সাংগঠনিক ক্ষমতা এখনো অনেকটা কম রয়েছে। কিন্তু প্রশ্নটা উঠছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে।
২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি এগিয়ে ছিল ১২১ আসনে। হাতে ছিল আরও দুটি বছর, সঙ্গে ছিল নরেন্দ্র মোদি, অমিত শাহ এর মত বিজেপির টপ ক্লাস নেতাদের একের পর এক ভাষণ। কিন্তু বিধানসভা নির্বাচনে ফলাফল একেবারে উল্টে গেল। এখনো সঠিকভাবে ফলাফল ঘোষণা হয়নি, কিন্তু বিজেপি যে ১০০ পার করতে পারবে না সেই ব্যাপারে এখন সকলেই নিশ্চিত। কিন্তু এমন ফলের কারণ কি?
এই প্রসঙ্গে দিলীপ বললেন, "ক্ষমতায় আসার জন্য আরও পরিশ্রম করতে হবে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ২৫ বছর পরিশ্রম করার পরে ক্ষমতায় এসেছেন। আমাদের অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।" এই নির্বাচনের পুরোটাই আমরা নিজেদের হাতে নিয়েছিলাম। তাই এখনই সবকিছু ঠিক ভাবে বলা যাবে না। আমাদের সমস্ত কিছু বিশ্লেষণ করে দেখতে হবে কোথায় গলদ রইল। ভোটের মুখে বহু তৃণমূল নেতা বিজেপিতে এসে প্রার্থী হয়ে গিয়েছিলেন। সেটা কি দলের পুরনো কর্মী-সমর্থকদের জন্য খুব একটা ভালো নির্দেশ ছিল? এই প্রসঙ্গে দিলীপ তেমন কিছু মন্তব্য করেননি। বরং তিনি বললেন, "আমাদের আরো ৫ বছর বিরোধী হিসেবে দেখতে চাইছে মানুষ।"