রাজীব বন্দ্যোপাধ্যায়ের 'ঘর ওয়াপসি'? তুঙ্গে জল্পনা
ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুলে প্রত্যাবর্তন, জল্পনা
তাহলে জল্পনা কি সত্যি হল? রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) 'ঘর ওয়াপসি' কি কেবল সময়ের অপেক্ষামাত্র? তৃণমূল কংগ্রেসের আনাচে-কানাচে অন্তত এমন খবরই ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, আজকেই ত্রিপুরায় (Tripura) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সবকিছুই ঠিকঠাক থাকলে আজকেই ঘাসফুলে ফিরছেন তিনি।
তবে ত্রিপুরা কেন বেছে নেওয়া হল? ওয়াকিবহাল মহলের ধারণা, ত্রিপুরায় গত বিধানসভা নির্বাচনে ২০১৮ সালে বেশ কয়েকবার গিয়েছিলেন তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। ফলে ত্রিপুরার সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যোগসূত্র আজকের নয়, এর আগেও তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বেশ কয়েক বার ঘটেছে। এর পাশাপাশি গত কয়েক দিনে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরায় সভা করা নিয়ে কম জলঘোলা হয়নি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বারবার নানা অছিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আটকানোর চেষ্টা করেছে বিজেপি। সেই বিজেপিকে বিশেষ বার্তা দিতে তৃণমূল কংগ্রেসের তরফে এমন সিদ্ধান্ত বলে ধারণা করছেন ওয়াকিবহাল মহল। রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আজ একই মঞ্চে বিজেপির বিধায়ক আশিস দাস, কংগ্রেসের রতন দাস, গত ভোটে বিজেপির প্রার্থী ষষ্ঠীমোহন দাস তৃণমূলে যোগ দেওয়ার কথা।
উল্লেখ্য, একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। মনে করা হয়েছিল, তৃণমূল কংগ্রেস এই ধাক্কা কতটা সামলে উঠতে পারবে। যদিও বাস্তবে নির্বাচনের ফলাফলে 'উলট পুরাণ' ঘটতেই তৃণমূল কংগ্রেসের দলবদলুদের বিজেপিতে ক্রমশ গুরুত্ব কমতে থাকে। গত কয়েক মাসে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির দূরত্বও তৈরি হয়। এমনকী বিজেপির অনেক গুরুত্বপূর্ণ বৈঠকেও তাঁকে দেখা যায়নি। তাই ওয়াকিবহাল মহলের ধারণা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি কেবল সময়ের অপেক্ষামাত্র। আজ হয়তো সেই জল্পনাই বাস্তবে পরিণত হতে চলেছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে তেমনটাই খবর।