"ববিদা বিচার হবে", ফিরহাদ কন্যার টুইটে সমর্থন টলি বিধায়ক রাজের
ফিরহাদ হাকিমের কন্যা শাবা হাকিম এই টুইট করেছেন
গত সোমবার থেকে বঙ্গ রাজনীতি উথালপাতাল হচ্ছে নারদ কান্ডের (Narada Case) পুনরুত্থান নিয়ে। ওইদিন সকালে নাটকীয়ভাবে বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দাঁড় করিয়ে সিবিআই গোয়েন্দারা বেডরুমে ঢুকে গ্রেপ্তার করেন রাজ্যের পরিবহনমন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর প্রধান ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। প্রথমে নিজাম প্যালেস এবং রাত্রে হাইকোর্টের (Highcourt) নির্দেশ অনুযায়ী প্রেসিডেন্সি জেলে ঠাঁই পায় এই জননেতা। এমন মুহূর্তে তার সমর্থনে একের পর এক টুইট করছেন তার মেয়ে শাবা হাকিম। সে টুইট করে লিখেছে, "গত বছর আম্ফানের সময় কলকাতায় বিপর্যস্ত হয়ে পড়েছিল সাধারণ জনজীবন। শোনা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়তে চলেছে। বাংলার মানুষের এখন ববি হাকিমকে দরকার।" সে সেই টুইটে #Bengal stands with bobby হ্যাশট্যাগ ব্যবহার করেছে।
এবার শাবার টুইট শেয়ার করে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী লিখেছেন, "ববিদা বরাবরই একজন আদর্শ জননেতা। এই অবিচার উনি শীঘ্রই কাটিয়ে উঠবেন। উনি নোংরা রাজনীতির শিকার। কিন্তু মনে রাখবেন, সত্যের জয় হয় সবসময়। আমরা তোমার পাশে আছি। তোমার জন্য অনেক ভালোবাসা রইল ফিরহাদ হাকিমদা।"