অবশেষে গরমের থেকে রেহাই, এই জেলাগুলিতে আছে কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস
বাংলার বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে
অবশেষে মিলবে ভ্যাপসা গরম থেকে রেহাই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী শনি ও রবিবার কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল বেগে বইবে কালবৈশাখী ঝড়। তার সাথেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই কারণেই এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। পাশাপাশি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কয়েকদিনের মধ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, সহ আরো অনেক জায়গায় এই ঝড় এবং বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ফলে এবারে কিছুটা স্বস্তি পেতে চলেছেন রাজ্যবাসী।
এদিন কলকাতার তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রী সেলসিয়াস। আগের থেকে গরম অনেকটাই কমে গেছে এবারে। আগে এই তাপমাত্রা প্রায় ৩৭ থেকে ৩৮ এর কাছাকাছি থাকতো। তার পাশাপাশি, বাঁকুড়ায় এই তাপমাত্রা সবথেকে বেশি ৪০ ডিগ্রী এর কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই কালবৈশাখীর প্রভাব পড়বে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা আছে। ৩০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে সমস্ত এলাকায়। এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ একটি গভীর নিম্নচাপে পরিণত হলে, ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।