দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস
আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে
পূর্বাভাস মতোই গত শনিবার ঝড়বৃষ্টির সম্মুখীন হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আজও কাটেনি দুর্যোগ, সকাল থেকেই মুখ ভার আকাশের। হয়েছে কয়েক পশলা বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে। কমবে দমকা হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতে প্রতি ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল এই তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।