গলার নলি কেটে খুন কর্তব্যরত রেলকর্মীকে, চাঞ্চল্য আলিপুরদুয়ারে
ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ
রেলগেটে কর্তব্যরত এক গেটম্যানকে গলা কেটে খুন (murder)। খানিকটা দূরে রেলের ট্র্যাকের উপর পড়ে রয়েছে রেলকর্মীর রক্তাক্ত মৃতদেহ। এমনই বীভৎস ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে (Alipurduar)। রেলের (Indian Railways) নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা।
সূত্রের খবর, আলিপুরদুয়ার জংশন এবং শামুকতলা জংশনের মাঝে এসকে ১১১ নম্বর রেলগেটে গেটম্যান ছিলেন বছর চল্লিশেকের তাপস মল্লিক। বুধবার রাত্রিবেলায় রেলগেটে কর্তব্যরত ছিলেন তিনি। মধ্যরাত্রে রেল ট্র্যাকে পেট্রোলিং (patrolling) করার সময় রেলকর্মীদের দল দেখতে পান রেলগেটের থেকে প্রায় ১৫০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাপসবাবুর মৃতদেহ। এরপরেই তাঁরা খবর দেন রেল কর্তৃপক্ষকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ (RPF) এবং জিআরপি (GRP)। তাঁরা উদ্ধার করেন রেলকর্মীর মৃতদেহ। তাঁদের থেকেই জানা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল তাপসবাবুর নলিকাটা মৃতদেহ। রেলট্র্যাকে রক্তের স্পষ্ট ছাপও দেখতে পান রেলপুলিশের দল। এমনকি রেলগেটের গুমটি ঘরেও ধস্তাধস্তির নমুনা পাওয়া গিয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে রেলপুলিশের অনুমান, গুমটিঘরেই গলার নলি কেটে খুন করা হয় ওই রেলকর্মীকে। এরপর তাঁর মৃতদেহ টানতে টানতে রেললাইনের উপর নিয়ে যায় দুষ্কৃতীরা। সেখানেই তাঁর মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায় তারা। তবে এই ঘটনায় কারা যুক্ত সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও খবর পায়নি জিআরপি। ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা।