তৃণমূলে শুভেন্দু অধিকারীর অবস্থান আসলে কি? দলের মধ্যেই উঠছে প্রশ্ন
শুভেন্দু - শিশির দুজনেরই রাজনৈতিক অবস্থান স্পষ্ট নয় পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বের কাছে
পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের তাবড় নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে। করোনা আক্রান্ত হওয়ার পর প্রায় দুমাস ধরে তিনি তৃণমূলের সভা সেমিনারে গরহাজির। কিন্তু প্রায়ই ওঁকে দেখা যাচ্ছে নানান সামাজিক অনুষ্ঠানে। রাজনৈতিক ব্যানারের বাইরে থাকতে দেখা যাচ্ছে বারবার। সেই থেকেই জল্পনা যে, তৃণমূলের সাথে কি দূরত্ব তৈরি হলো শুভেন্দুর? তাঁর আসল অবস্থানটা কি?
জেলা তৃণমূল শিবিরও রাজ্যের এই মন্ত্রীর অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল নয়। ভগবানপুর বিধানসভার নেতা অপরেশ সাঁতরা এই বিষয়ে সরাসরি প্রশ্নই করে বসলেন স্থানীয় বিধায়ক অর্ধেন্দু মাইতিকে। তৃণমূলের একটি কর্মীসভায় অপরেশ বললেন, "আমাদের জেলায় দলের মেরুদণ্ড শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে আমরা বিভ্রান্ত।" তিনি অর্ধেন্দু বাবুকে এই বিষয়ে আলোকপাত করতে অনুরোধ করেন। যদিও বিধায়ক এই প্রশ্ন এড়িয়ে গেছেন খুব সচেতনে। বিধানসভা ভোটের আগে দলে তৈরি হওয়া এই ফাঁক অস্বস্থি বাড়াচ্ছে তৃণমূল শিবিরে।