আরামবাগ এবং কৃষ্ণনগরের পর বারাসাতে সভা প্রধানমন্ত্রীর
বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কথা ছিল আগেই, এবার মিলল সিলমোহর। মাস পড়লেই বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, পয়লা মার্চ আরামবাগে সভা করবেন নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, আগামী ১ মার্চ এবং ২ মার্চ রাজ্যের দুই লোকসভা কেন্দ্র আরামবাগ এবং কৃষ্ণনগরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী।
এবং সব ঠিক থাকলে ৬ মার্চ বারাসাতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত মেলেনি আনুষ্ঠানিক বিবৃতি।
আরও পড়ুন
প্রসঙ্গত, ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই দিন নদিয়ার মায়াপুরে ইস্কনের মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর। পরবর্তীতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। তবে সেই সফর আপাতত বাতিল হয়েছে।