মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ঢিলেমি! সরিয়ে দেওয়া হল জেলাশাসক ও পুলিশ সুপারকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/03/2021   শেষ আপডেট: 14/03/2021 9:02 p.m.
নন্দীগ্রাম কান্ডে সরানো হল (বাঁদিকে) মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ ও (ডানদিকে) জেলাশাসক বিভূ গোয়েল। নিজস্ব চিত্র

নন্দীগ্রামের ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন

নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশ করতে গিয়ে আহত হন আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ঘটনাকে কেন্দ্র করেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এমনকি তাঁদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়াও হবে বলেও কমিশন সূত্রে জানা গিয়েছে।

নন্দীগ্রামের ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তার ক্ষেত্রেও এই গাফিলতি হল কী করে সেই প্রশ্নও তুলেছে কমিশন। কাজেই, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন প্রবীণ প্রকাশ। তবে পূর্ব মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হলেন সুনীল কুমার যাদব এবং নতুন জেলাশাসক হচ্ছেন বিভু গোয়েল।

উল্লেখ্য, গত বুধবার নন্দীগ্রামে গত ১০ মার্চ বিরুলিয়া বাজারের কাছে আহত হন মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ও জেলাশাসক। পৃথকভাবে রিপোর্ট দিয়েছিলেন কমিশনের দুই পর্যবেক্ষকও। আর তার ৪ দিনের মাথায় কড়া পদক্ষেপ কমিশনের।

নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে সংবাদসংস্থাও দাবি করছে, সমস্ত রিপোর্ট দেখে কমিশনের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কোনও হামলা হয়নি। নিরাপত্তারক্ষীদের গাফিলতির কারণেই আহত হন মুখ্যমন্ত্রী।