বিজেপি দুই সংখ্যার বেশি আসন পেলে, ভোটকুশলীর কাজ ছেড়ে দেবেন প্রশান্ত কিশোর!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/12/2020   শেষ আপডেট: 21/12/2020 10:27 p.m.
ছবিতে প্রশান্ত কিশোর। -facebook

নির্বাচনে বিজেপির পক্ষে দুই সংখ্যার বেশি আসন পাওয়া কষ্টকর!

এবার আর আড়াল থেকে নয়, সরাসরি ট্যুইট করে বিজেপিকে আক্রমন করলেন তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা ভোট কুশলী প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোর আজ তাঁর টুইটে লিখেছেন, "কিছু সংবাদ মাধ্যমকে হাতিয়ার করে বিজেপি যত চেষ্টাই করুক না কেন, নির্বাচনে বিজেপির পক্ষে দুই সংখ্যার বেশি আসন পাওয়া কষ্টকর। যদি তারা এর চেয়ে বেশি আসন পায়, তাহলে এই পদ আমি সঙ্গে সঙ্গেই ছেড়ে দেব।" এরপর তিনি পুনশ্চঃ দিয়ে লিখেছেন "দয়া করে এই টুইট সংরক্ষণ করে রাখবেন।"

গত বছর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর রাজ্যের শাসক দলের দায়িত্ব পেয়েছিলেন প্রশান্ত। তারপর থেকে মূলত অন্তরালে থেকেই কাজ করেছেন তিনি। সেভাবে সামনে আসেননি। কিন্তু আজ যেভাবে তিনি রাজনৈতিক বক্তব্য রাখলেন, তাতে মনে হচ্ছে তিনি তৃণমূল দলের নেতা হয়ে গিয়েছেন বা কোনো পদ পেয়েছেন। অমিত শাহের বঙ্গ সফরের শেষ হওয়ার পরদিনই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুভেন্দু অধিকারী সহ অনেক নেতা নেত্রীরা তৃণমূল দল পরিত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া, পরপর দুদিন অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের সাফল্য ইত্যাদি কারনে যাতে তৃণমূল কর্মীদের মনোবল তলানিতে গিয়ে না ঠেকে তার জন্যেই আজ প্রশান্ত কিশোরকে এই ধরনের একটা ট্যুইট করতে হল।