মোদীময় প্রতিমাস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/12/2020   শেষ আপডেট: 24/12/2020 7:41 a.m.
নরেন্দ্র মোদী ~pixabay

মাসে মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী : দিলীপ ঘোষের ঘোষণা

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলাকে পাখির চোখ করে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে কেন্দ্রীয় সরকার। জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ্ , নির্বাচনী প্রচারে বাংলায় এসেছেন অনেকেই এবং অমিত মালব্য , অরবিন্দ মেননদের মতো কেন্দ্রীয় নেতাদের বাংলায় পরিকল্পনা মাফিক কাজে লাগিয়েছে কেন্দ্র। এরই মাঝে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর আসার খবর দিলেন।

ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর , এমনটাই জানান তিনি। শুধু তাই-ই নয়, প্রায় প্রতিমাসেই নিত্য যাতায়াত ও বেশ কয়েকটি স্থানে সভা করবেন বলে সূত্রের খবর। যদিও এর আগে প্রধানমন্ত্রী স্বয়ং ঘোষণা করেন নতুন বছরে ভোটের আগে তিঁনি বাংলার বুকে এক ডজন সভা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে কোথায় এগুলি অনুষ্ঠিত হবে, তা এখনো নিশ্চিত হয়নি। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য এর বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন, যে তিনি ডেইলি আসতেই পারেন কারণ তার কোনো কাজ নেই। আরও ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী হিসেবে নাকি বিজেপি নেতা হিসেবে আসবেন তিনি? একেই একাধিক বিষয় নিয়ে রাজ্যের সাথে কেন্দ্রীয় সরকারের বিরোধ চরমে, তার ওপরে আসন্ন মোদীমাসগুলি বাংলার রাজনীতিতে কী ইঙ্গিত বহন করবে, এখন সেটাই দেখার।