এমাসের শেষের দিকে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/12/2020   শেষ আপডেট: 03/12/2020 6:06 p.m.
-twitter

বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস এবং পৌষ মেলা উপলক্ষে সেই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন নরেন্দ্র মোদী

নববর্ষের আগে আগামী ২৪শে ডিসেম্বর বাংলা সফরে আসছেন নরেন্দ্র মোদী। কোভিড পরিস্থিতির কারণে শান্তিনিকেতনের পৌষ মেলা না হলেও অনুষ্ঠিত হতে চলেছে পৌষ উৎসব। এবং সেই সময় বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসও। ফলে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এছাড়া নোয়াপাড়া-দক্ষিনেশ্বর মেট্রোর উদ্বোধন সহ আরও একগুচ্ছ কর্মসূচী সম্পন্ন করবেন তিনি।

কালীপুজোর আগেই নোয়াপাড়া থেকে দক্ষিনেশ্বর গামী মেট্রো চলবার কথা ছিল। সেই অনুযায়ী মেট্রো রেল কতৃপক্ষ কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু সিগনালিং-এ ব্যবহৃত হবে এমন কিছু যন্ত্রাংশ জার্মানি থেকে এখানে এসে না পৌঁছনোয় নির্দিষ্ট সময়ে দক্ষিণেশ্বরগামী মেট্রো চলেনি। তবে এবার অপেক্ষার অবসান ঘটবে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই দক্ষিনেশ্বরের মেট্রো চলবে। লকডাউনে লাইন পাতানো থেকে স্টেশন সাজানো, সমস্ত প্রস্ততিই নেওয়া হয়ে গেছে।