সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো তরুণীর অশ্লীল ছবি, পুলিশের জালে পাঁচ
বুধবার ওই পাঁচজনকে গ্রেফতার করল সাইবার ক্রাইম থানার পুলিশ
সিনেমায় চান্স পাইয়ে দেওয়ার নামে মহিলাদের হেনস্থা করার ঘটনা এর আগেও বহুবার শিরোনামে এসেছে। আবারও নতুন করে এই ধরনের ঘটনা চাঞ্চল্য ছড়ালো কলকাতায়। এবারের স্থান হল নিউটাউন। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগকারী তরুণী জানিয়েছেন, সিনেমায় সুযোগ সুযোগ পাইয়ে দেবার নাম করে তার অশ্লীল ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে বেশ কয়েকজন যুবক। এই অভিযোগের ভিত্তিতে বুধবার ৫ জনকে গ্রেপ্তার করেছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে তাদেরকে তোলা হয়েছিল।
সিনেমায় নামা স্বপ্ন নিয়ে অনেকেই আসেন মুম্বাই অথবা কলকাতাতে। কিন্তু অচিরেই এই সমস্ত বহু স্বপ্ন নষ্ট হয়ে যায়। এদের মধ্যে বেশ কয়েকজন লড়াই করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু আবার অনেকে সেখানেই হারিয়ে যান। এই তরুণী বেছে নিলেন লড়াই করার পথ। বিধান নগর সাইবার ক্রাইম ছাড়াতে গিয়ে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন ওই যুবকদের বিরুদ্ধে। এই অভিযোগের পরে তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। বুধবার কলকাতা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারপর বিধান নগর মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্তদের। তাদের সাথে আরো কাদের যোগাযোগ রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তদের থেকে কিছু মোবাইল এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।