কাল রাজ্যজুড়ে বন্ধ পেট্রোল পাম্প, ধর্মঘটের ডাক পেট্রোল ডিলারস অ্যাসোসিয়েশনের
ছাড় থাকবে জরুরি পরিষেবায়
রাজ্যব্যাপী ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প বনধ্-এর ডাক পেট্রোল ডিলারস অ্যাসোসিয়েশনের। যার জেরে কাল সকাল ৬টা থেকে পরশু সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকতে পারে রাজ্যের অধিকাংশ পেট্রোল পাম্প। ডিলারস অ্যাসোসিয়েশনের দাবী, এই ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে বন্ধ থাকবে প্রায় ২৪০০ পেট্রোল পাম্প। তবে জরুরি পরিষেবা বনধের আওতার বাইরে থাকবে বলেই আশ্বস্ত করেছেন তাঁরা।
বনধের কারন হিসেবে তিন দফা দাবী তুলে ধরেছে ডিলারস অ্যাসোসিয়েশন। তাঁদের বক্তব্য, একেই মূল্যবৃদ্ধির কারনে মাথায় হাত মধ্যবিত্তের। তাতে টান পড়েছে জ্বালানীর বিক্রয়েও। ফলে পাম্প মালিকদেরও দেখতে হচ্ছে লোকসানের মুখ। দ্বিতীয়ত, তাঁরা দাবী করেছেন, পেট্রোলে ১০ শতাংশ ইথানল দিয়ে কোম্পানিগুলিকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তৃতীয়ত, নিজেদের কমিশন বৃদ্ধি নিয়েও সরব হয়েছেন পাম্প মালিকরা। আর এই তিন মুখ্য বিষয়কেই কেন্দ্র করেই কালকের ধর্মঘট।