পছন্দের বিষয় নিয়ে ভর্তি হওয়ার সমস্যা মেটাতে আসন বাড়াল সংসদ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/07/2021   শেষ আপডেট: 29/07/2021 8:21 p.m.

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হল

মাধ্যমিকে এবারে ১০০ শতাংশই পাশ। ছড়াছড়ি ভালো নম্বরের। কাজেই, সমস্যা দেখা দিচ্ছে একাদশে ভর্তিতে। তাই এবার একাদশে ভর্তির সমস্যা মেটাতে প্রত্যেক স্কুলে ১২৫টি করে আসন বাড়াল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হল। এই সিদ্ধান্তে কিছুটা দুশ্চিন্তামুক্ত পড়ুয়ারা। সূত্রের খবর, আসন সংখ্যা বৃদ্ধির অনুমোদনের জন্য বিকাশ ভবনে আগেই আবেদন করেছিল সংসদ। বিকাশ ভবন থেকে এব্যাপারে সবুজ সংকেত মিলতেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ। আর তাতেই খুশি পড়ুয়ারা।

এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ থেকে জানানো হয়েছে, "মাননীয়া সভাপতির নির্দেশে সকল উচ্চমাধ্যমিক বিদ্যায়তনকে জানানো যাচ্ছে যে এবার ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বর্ধিত করে ৪০০ আসন সংখ্যা করা হল।" উল্লেখ্য, মাধ্যমিকের ফলপ্রকাশ হতেই অধিকাংশ পড়ুয়ারাই ঝুঁকেছে বিজ্ঞান বিভাগের দিকে। তবে প্রতি স্কুলে এত সংখ্যক সিট নেই। এছাড়া উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও রয়েছে সীমিত আসন সংখ্যা। সে কারণেই দেখা যাচ্ছিল সমস্যা। তবে নয়া বিজ্ঞপ্তি অনুসারে দেখা যাচ্ছে ২৭৫জনের জায়গায় ২০২১-২২ শিক্ষাবর্ষে ৪০০জন পড়ুয়া কোনও স্কুলে ভর্তি হতে পারবেন।