মশার ধূপের আগুন থেকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৫৪ বছর বয়সী এক প্রৌঢ়ার
এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ
মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার বোয়ালিয়া গ্রামে। মশার ধূপ থেকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতার নাম গৌরী সাহা (৫৪)। ঘরের ভিতরেই আগুনে ঝলসে মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। ঘটনায় শোকের ছায়া। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
সূত্রের খবর, পক্ষাঘাতগ্রস্ত এই প্রৌঢ়ার নড়াচড়া করার ক্ষমতা ছিল না। বাড়িতে নাকি তিনি একাই থাকতেন। তবে ওই প্রৌঢ়ার সন্তান একজন মহিলাকে কাজে রেখেছিলেন। যিনি এসে রান্না করে চলে যেতেন। গতকালও এর হেরফের হয়নি। রাত পর্যন্ত সব কিছু ঠিক থাকলেও আচমকাই পোড়া গন্ধে ঘুম ভাঙে গ্রামবাসীদের। এসে দেখেন দাউদাউ করে জ্বলছে প্রৌঢ়ার বাড়ি। তড়িঘড়ি স্থানীয়রা বালতিতে করে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, ততক্ষণে সব শেষ। বাঁচানো সম্ভব হয়নি ওই প্রৌঢ়াকে।
গ্রামবাসীদের দাবি, মশার ধূপ জ্বালাতে গিয়েই এই কান্ড ঘটেছে। তবে আদৌও আগুন লাগার পিছনে মশার ধূপ নাকি আছে অন্য কোনও রহস্য? তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।