তৃণমূলে যোগ দিল সর্বভারতীয় যুব মিম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/12/2020   শেষ আপডেট: 11/12/2020 3:36 a.m.
-facebook

ভোট ভাগাভাগি বন্ধ হবে বলেই আশ্বাস পুরমন্ত্রীর

আসন্ন একুশের বিধানসভা নির্বাচনে আরও একবার নতুন মোড় নিল রাজ্য রাজনীতি। এবার আসাউদ্দীন ওয়াইসির সর্বভারতীয় মিমের যুব সংগঠন যোগদান করল তৃণমূলে।

যুব মিমের রাজ্য সভাপতি সাফিউল্লাহ্ খানের মতে রাজ্যজুড়ে প্রায় দশ লক্ষ সদস্য ও কর্মী সমর্থক রয়েছেন মীমের এবং উঠতি শক্তিগুলির মধ্যে অন্যতম সংগঠন মিম। তবে এর আগে মিমের অনেক নেতাই দলবদল করে তৃণমূলে আসেন। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতি সমেত সমগ্র দলটাই চলে এল ঘাসফুল শিবিরে‌। যদিও এ ঘটনা মিমের একক শক্তি গঠনের পক্ষে বড়ো অন্তরায়, তবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম খুশির সাথে জানান এতে মমতার হাত শক্ত হবে এবং ভোট ভাগাভাগিরও কোনো সম্ভাবনা থাকবেনা যা রাজ্য সরকারকে বাড়তি অক্সিজেন দেবে। অন্যদিকে বিহারের পর এবার বাংলাকেই পাখির চোখ করেছেন আসাউদ্দীন এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণার বাংলাভাষী মুসলিমদের থেকে প্রার্থী দাঁড় করানোর ইচ্ছাও প্রকাশ করেছেন।