পিঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে বাজারে নামল রাজ্যের টাস্ক ফোর্স
কেন্দ্রের উদ্যোগে ১২টি শহরে অল্প দামে বিকোচ্ছে পিঁয়াজ
পিঁয়াজের ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তের। ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিকোচ্ছে পিঁয়াজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদগ্রীব রাজ্য থেকে কেন্দ্র। পিঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবার রাজ্যগুলির খাদ্যদপ্তরের সঙ্গে যুগ্মভাবে পিঁয়াজ বিক্রি করতে চলেছে। এর ফলে মধ্যবিত্তের নাগালে আসবে পিঁয়াজের দাম।
কেন্দ্র সরকারের এই উদ্যোগে আপাতত দিল্লি, জয়পুর, বিকানের, কোটা, চণ্ডিগড়, জলন্ধর, ভোপাল, রায়পুর ও হায়দরাবাদের মতো মোট ১২টি শহরে অল্প দামে বিকোচ্ছে পিঁয়াজ।
আরও পড়ুন
অন্যদিকে আজ কলকাতার একাধিক বাজারে হানা দিল রাজ্যের টাস্ক ফোর্স। বিপুল দামে যাতে পিঁয়াজ বিক্রি করা না হয় তার জন্য সতর্ক করা হয়েছে বিক্রেতাদের। শীঘ্রই দাম নাগালের মধ্যে আসবে বলেই মিলেছে আশ্বাস।