'বামপথে' মমতা, কাটছাঁট জনসভায়, মিটিং-মিছিলে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/04/2021   শেষ আপডেট: 19/04/2021 11:31 a.m.
twitter.com/BanglarGorboMB

কলকাতায় বড় সভা প্রত্যাহার, বক্তৃতার সময়সীমাও কমছে, ঘোষণা মমতার

রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। নির্বাচনী বৈতরণী উৎরাতে আরও দিন দশেক লাগবে। নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যে লকডাউন ঘোষণা না করলেও গতকাল বেশকিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রক। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারে বেলাগাম। তার ফলেই করোনার ক্রমবৃদ্ধি বলে বিভিন্ন জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী নিজেই এবার বড় সভা করবেন না বলে ঘোষণা করেছেন। গতকাল এক টিভি সাক্ষাৎকারে এ কথা তিনি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, কলকাতায় আর কোন বড় সমাবেশ হচ্ছে না। শেষ দু'দফায় অর্থাৎ ২৬ ও ২৯ এপ্রিল দক্ষিণ ও উত্তর কলকাতার নির্বাচন। এর মধ্যে কেবল বিডন স্ট্রিটে একটি সভা করবেন মুখ্যমন্ত্রী। তাছাড়া আরও কোন বড় সভার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কলকাতা ছাড়া জেলার জনসভা গুলোর সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। তৃণমূল নেত্রী বলেছেন, এইসব জনসভায় প্রচুর লোক সমাগম হয়। তাই বক্তৃতার সময় কমিয়ে ১৫-২০ মিনিট করা হচ্ছে। যাতে ভিড় বেশি না হয়।

অন্যদিকে, করোনার বাড়বাড়ন্তে পূর্বেই সিপিআইএম বড় মিটিং মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছিল। যতটা সম্ভব ভার্চুয়াল সভার উপর জোর দিয়েছেন বাম নেতৃত্ব। সেই একই পথে গতকাল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের নির্বাচনী জনসভার সমস্ত সূচি প্রত্যাহার করে নিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনা পরিস্থিতির ভয়াবহতায় এমন সিদ্ধান্ত নিলেন বলে ওয়াকিবহাল মহল সূত্রে খবর।