স্বাধীনতা দিবসে দেশের সঙ্গেই রাজ্যেও পাল্লা দিয়ে কমেছে সংক্রমণ, বেড়েছে সুস্থতার হার
রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১০,২৩০
করোনার প্রকোপে গোটা দেশ। একই অবস্থা পশ্চিমবঙ্গের (West-Bengal)। তবে এবার রাজ্যে চলছে বিধিনিষেধ। আর রাজ্যের জারি বিধিনিষেধের সুফল যে মিলছে তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে ধীরে ধীরে অনেকটাই বাগে এসেছে করোনা (Coronavirus)। তেমনই গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী কোভিড গ্রাফ। কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। এদিন নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। গতকালের চেয়ে যা বেশ কম।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৮৫ জন উত্তর ২৪ পরগনার। দ্বিতীয় স্থানে কলকাতা (Kolkata)। একদিনে সংক্রমিত হয়েছেন ৭৭ জন। তৃতীয় স্থানে দার্জিলিং (Darjeeling), একদিনে আক্রান্তের সংখ্যা ৭১ জন। চতুর্থ স্থানে জলপাইগুড়ি, একদিনে সংক্রমিত ৫৯ জন। একদিনে পজিটিভিটি রেট ১.৫৬ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩৮,৫৬৩।
তবে গত ২৪ ঘন্টায় করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩০৩ জন। একদিনে সুস্থ হয়েছেন ৭০৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১০,২৩০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ১২৪ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৩,৮৭,১৫৭ জনের।
রাজ্যের সঙ্গেই একই ভাবে শনিবার করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকলেও স্বাধীনতা দিবসে কিছুটা স্বস্তি দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৩ জনের। বেড়েছে সুস্থতার সংখ্যা। কমেছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাক্রান্ত হয়েছিলেন ৪০ হাজার ১২০ জন।
দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ২২৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৯২ হাজার ৫৭৬। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৬। করোনাকে জয় করে ৩৭ হাজার ৯২৭ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লক্ষ ৭৬ হাজার ১৫ জন।